লাদাখ: তাঁকে নিয়েই তৈরি হয়েছিল বলিউডের চলচ্চিত্র ‘থ্রি ইডিয়ট'। আমির খান অভিনয় করেছিলেন তাঁর চরিত্রে ফুংশুক ওয়াংড়ু। বাস্তব জীবনে তিনি সোনম ওয়াংচুক। লাদাখের বাসিন্দা ওয়াংচুক একাধারে ইঞ্জিনিয়র, আবিষ্কার কর্তা ও শিক্ষাবিদ। অভিনব আবিষ্কারের বারে বারে তিনি উঠে এসেছেন সংবাদ শিরোনামে। এবার তিনি ভারতীয় সেনাদের জন্য অভিনব তাঁবু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
সেনাদের জন্য সৌরশক্তিচালিত এই তাঁবু গলওয়ানের হাড়হিম করা ঠান্ডার জায়গাতেও সেনাদের উষ্ণতা দেবে। ফেসবুকে ওয়াংচুক তাঁর অভিনব সৃষ্টির বিষয়ে জানিয়েছেন। বিভিন্ন তাপমাত্রায় কীভাবে কাজ করে তারও প্রমাণ দিয়েছেন।
সম্প্রতি তিনি ট্যুইট করে জানান, রাত ১০টার সময় তাঁবুর ভেতরের তাপমাত্রা ১৫ সেন্টিগ্রেড। আর বাইরে তখন কমপক্ষে মাইনাস ১৪ ডিগ্রি। শুধুমাত্র সূর্যের আলো, জল ও উত্তাপের স্তর ব্যবহার করা হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। তিনি আরও লিখেছেন, এটা যেমন সহজে বহন করা যাবে আর ৮ থেকে ১০ জন সেনা থাকতে পারবেন এক একটিতে।
প্রসঙ্গত, লাদাখের আর্থ সামাজিক জীবনে ৫১ বছর বয়সি ওয়াংচুকের অশেষ অবদান রয়েছে। তাঁর বরফের স্তূপ প্রকল্পের জন্য তিনি যথেষ্ট জনপ্রিয়। সোনম ওয়াংচুক ও তাঁর যুবদল লাদাখে শীতকালে জল সংরক্ষণ করে কৃত্রিম হিমবাহ তৈরি করেন, বসন্তকালে ওই হিমবাহ থেকেই স্থানীয় কৃষকরা জলসেচের কাজ করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন