পুবের কলম প্রতিবেদক: ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার কথা আগেই জানিয়েছিলেন বাম নেতারা। সেই মতোই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ডিওয়াইআইএফ। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আগামী সোমবার বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে তাদের হয়ে মামলা লড়বেন বরিষ্ঠ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রসঙ্গত– নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিলেন মইদুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান।
একটি মন্তব্য পোস্ট করুন