পুবের কলম প্রতিবেদক: কান টানলেই মাথা আসে। সেই প্রবাদ মাথায় রেখেই কয়লা ও গরুপাচার-কাণ্ডে তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়লাপাচার-কাণ্ডের মূলচক্রী অনুপ মাঝি ওরফে লালা এখনও বেপাত্তা। তাকে বাগে আনতে এবার লালা ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিআইডি থেকে ইডি– আয়কর থেকে এনআইএ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই সব ব্যবসায়ীকে। শুক্রবার আসানসোলের এমনই এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী দল। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। রাজ্যের ১০ টি জায়গায় এদিন তল্লা চালিয়েছে সিবিআই। পুরুলিয়া– বাঁকুড়া– বর্ধমান– কলকাতার একাধিক জায়গায় তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে এসেছে গোয়েন্দাদের।
সূত্রের খবর– আসানসোলের কন্যাপুরে জয়দেব মণ্ডলের বাড়িতে এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল হাজির হয়। সকাল থেকেই তল্লাশি চালানো শুরু করেন গোয়েন্দা আধিকারিকরা। এরপরে তার অফিসেও তল্লাশি চালান তাঁরা। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক। তাঁর পরিবার-পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। কয়লাপাচার-কাণ্ডের সঙ্গে ব্যবসায়ী জয়দেব মণ্ডল প্রত্যক্ষভাবেই যুক্ত ছিলেন এমনই বেশ কিছু সূত্র হাতে আসার পরেই তার বিরুদ্ধে অভিযানে নামেন গোয়েন্দারা। ব্যবসায়ী জয়দেব মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে লালার নাগাল পাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একটি মন্তব্য পোস্ট করুন