পুবের কলম প্রতিবেদক: রাজ্যবাসীকে ফ্রিতে টিকা দিতে চায় তৃণমূল সরকার। সেজন্য ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে সরাসরি টিকা কিনে নিতে চায় রাজ্য সরকার। এর ব্যয়ভারও বহন করবে রাজ্য সরকার। সেজন্য বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে, আর বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে না। এবার পকেটের টাকা খরচ করে টিকা নিতে হবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ফ্রিতে টিকা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তা ‘মাস্টারস্ট্রোক'বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একটি মন্তব্য পোস্ট করুন