পুবের কলম প্রতিবেদক: বিগত কয়েকদিন ধরেই অগ্নিমূল্য জ্বালানি।পেট্রোল ও ডিজেলের সঙ্গে তাল মিলিয়ে একমাসে তিনবারে দাম বেড়েছে রান্নার গ্যাসের। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে সুর চড়িয়েছে বিরোধীরা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ।
বুধবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ি থেকে নবান্ন পর্যন্ত গেলেন ইলেকট্রিক বাইকে। চালাচ্ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পিছনের সিটে হেলমেট পরে বসে আছেন মুখ্যমন্ত্রী।গলায় ঝোলানো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোস্টার।
একটি মন্তব্য পোস্ট করুন