দিসপুর: কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার জোর দিয়ে বলেছেন যে অসমে ক্ষমতায় বসলে তার দল রাজ্যটিতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করবে না। আগামী মার্চ-এপ্রিলে অসমে বিধানসভা নির্বাচন। এ দিন ছিল রাহুলের প্রথম নির্বাচনী সভা। অসমের ঐতিহ্যবাহী গামছা গলায় জড়িয়ে তিনি বলেন, রাজ্যে ক্ষমতায় ফিরলে কংগ্রেস ‘অসম চুক্তি' নীতি রক্ষা করে সিএএ কার্যকর করবে না। গামছায় ‘সিএএ' লেখাটি ক্রস চিহ্ন দিয়ে কাটা ছিল।
সভা থেকে বিজেপি– আরএসএসকে নিশানা করে তাদের নাম উল্লেখ না করেই রাহুল বলেন, অসমের দরকার নিজস্ব মুখ্যমন্ত্রী, যিনি এখানকার মানুষের কথা শুনবেন। নাগপুর অথবা দিল্লির আদেশে রাজ্য চালাবেন না। রিমোট কন্ট্রোল টিভি চালাতে পারে তবে মুখ্যমন্ত্রী নয়। বর্তমান মুখ্যমন্ত্রী নাগপুর এবং দিল্লির কথা শুনে চলেন বলে তিনি আক্রমণ করেন। তিনি আরও বলেন, অসম চুক্তি শান্তি ফিরিয়ে এনেছিল রাজ্য। এই অসম চুক্তির প্রত্যেকটা নীতিকে কংগ্রেস রক্ষা করবে। অসমের বেআইনি অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে নিয়ে রাহুল বলেন, তারা আত্মবিশ্বাসী যে অসমের মানুষের আলোচনার ভিত্তিতেই এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অবৈধ অভিবাসন অসমের একটি সমস্যা এবং এই রাজ্যের জনগণ এই বিষয়টিকে সংলাপের মাধ্যমে সমাধানের ক্ষমতা রাখে।
অসম চুক্তি নিয়ে বিজেপি এবং আরএসএস রাজ্যকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এই কংগ্রেস নেতা।
একটি মন্তব্য পোস্ট করুন