পুবের কলম প্রতিবেদক: ‘টুম্পা সোনা' গানের তালে সরস্বতী পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর বিরুদ্ধে নাচ-গান করার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে পড়তে হয় ওই পাঁচজন পড়ুয়াকে। তবে করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের এই জমায়েত নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক মহল। আর এই ঘটনার অভিযোগকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানের আয়োজক ৫ জন পড়ুয়াকে চিহ্নিত করে তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তাদের এই শাস্তি দু’বছরের জন্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে অনুমতি ছাড়াই নাচ-গান করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করেছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতির জন্য জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে। সেই জায়গায় স্বাস্থ্য বিধিকে তোয়াক্কা না করে নাচ-গান করল কিছু ছাত্রছাত্রী। তাই তাদের এই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন