শ্রীনগর: ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল ৩১ বছর আগেই। কবে খুলবে সেই ফটক? অপেক্ষায় ছিলেন ভক্তরা। প্রতীক্ষার অবসান। দীর্ঘ তিন দশক পর খুলল শ্রীনগরের মন্দিরের সেই দরজা। মন্দির খুলতে হিন্দুদের পাশাপাশি শামিল স্থানীয় মুসলমানরাও। নজির গড়লেন সাম্প্রদায়িক সম্প্রীতির।
শ্রীনগরে হাব্বা কাদালের মন্দিরের নাম ‘শীতলনাথ মন্দির'। মঙ্গলবার ছিল বসন্ত পঞ্চমী। আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোর। সংবাদমাধ্যমকে এক ভক্ত বলেন– ‘৩১ বছর পর মন্দিরের দরজা খুলল। আগে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসতেন কিন্তু জঙ্গিদের তাণ্ডবে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। স্থানীয় বহু মুসলিম মন্দিরের দরজা খুলতে আমাদের খুবই সাহায্য করেছেন।' একই কথা শোনা গেছে শীতলনাথ মন্দিরের অন্যতম পুজো উদ্যোক্তা রবিন্দর রাজদানের মুখেও। তিনি বলেন– ‘আমাদের মুসলিম ভাইবোনেরা অনেকেই পুজোর সামগ্রী নিয়ে এসেছিলেন। আগে প্রতি বছর বসন্ত পঞ্চমীতে পুজো হত। এবারও বাবা শীতলনাথ ভাইরাওয়ের জন্মবার্ষিকী পড়েছিল বসন্ত পঞ্চমীতে। তাই এই দিনটিই আমরা বেছে নিয়েছিলাম পুজো শুরু করার জন্য।’
একটি মন্তব্য পোস্ট করুন