পুবের কলম প্রতিবেদক: প্রাথমিকের স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত ৪ সপ্তাহের জন্য সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। সম্প্রতি প্রাথমিকে প্রায় ১৬ হাজার ৫০০ পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। প্রাথমিকের নিয়োগ পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরি প্রার্থী। তাদের অভিযোগ, কোনও মেধা তালিকা বা প্যানেল প্রকাশ না করে অনেককে তলব করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই ব্যাপারে সংসদের কাছে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে সংসদ।
উল্লেখ্য, মেধা তালিকায় গরমিল– প্রশ্নফাঁসের প্রার্থীদের নিয়োগ সহ একাধিক ইস্যুতে মামলা দায়ের হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। সেই মামলার শুনানি করতে গিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিয়োগ স্থগিত রাখতে বলেছে আদালত। এদিকে আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে এই নিয়ে এদিন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য মুখ খুলতে চাননি।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সাধারণ কালাম মণ্ডল বলেন, শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশেই নিয়োগ হচ্ছে। তাছাড়া রাজ্য সরকারও এই নিয়োগে ইতিবাচক ভূমিকা নিয়েছে। জটিলতা কাটিয়ে রাজ্য সরকার নিশ্চই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
একটি মন্তব্য পোস্ট করুন