পুবের কলম প্রতিবেদক: ভোটযুদ্ধে সামনের সারিতে লড়বেন ভোটকর্মীরা।কিন্তু– করোনা পরিস্থিতিতে তাদের সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। এই অবস্থায় ভোটকর্মীদের নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। তাই সমস্ত টিকা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন । আর নির্বাচন কমিশনের এই নির্দেশ পাওয়া মাত্রই বিষয়টির গুরুত্ব বুঝে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের তরফ থেকে এবিষয়ে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন– পোলিং অফিসার থেকে শুরু করে অন্যান্য ভোটকর্মীদের তালিকা তারা হাতে পেলেই টিকাকরণের বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু করবেন। প্রসঙ্গত– প্রতিবারের মতো এবারও ৪ থেকে সাড়ে ৪ লক্ষ সরকারি কর্মীকে ভোটের কাজে নিয়োগ করা হতে পারে। ফলে বিষয়টিকে গুরত্ব সহকারে দেখছে রাজ্য সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন