দুবাই: রং তুলির আঁচড়ে এক একটা রং এক-একটা গল্প বলা শুরু করল। রঙিন চিত্রপট মানবিকতার বার্তা দিল দুনিয়াকে। মানবিকতার বিকাশ ও প্রচারের কাহিনি দেখে-শুনে বিহ্বল হয়ে পড়লেন দর্শকরা। ক্রমে সেই আর্ট ক্যানভাস হয়ে উঠল শিল্পসত্তার চরম বহিঃপ্রকাশ– যা জয় করল বিশ্ববাসীর মন। ‘দ্য জার্নি অফ হিউম্যানিটি' নামে বিশ্বের বৃহত্তম আর্ট ক্যানভাসে ছবি এঁকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন আধুনিক যুগের ব্রিটিশ চিত্রকর সাচা জাফরি।
জানা গিয়েছে, দুবাইয়ের পাঁচতারা হোটেল আটলান্টিস দ্য পামে বিগত বছরের মার্চ থেকে ১৭ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি একটি ক্যানভাসে ছবি আঁকা শুরু করেছিলেন জাফরি। ১১ মাস ধরে প্রাত্যহিক ২০ ঘণ্টা ছবি আঁকতেন তিনি। এই কাজে ১০৬৫টি রং তুলি ও ৬ হাজার ৩০০ লিটার রং ব্যবহার করেছেন তিনি। ছবির নাম অনুযায়ী কাজও হয়েছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলির শিশুদের সাহায্যে ৩০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছেন জাফরি। তার আগে অবশ্য বিশালাকার ছবিটিকে ৭০টি টুকরো করে নিলামে তোলা হয়েছিল।
এই অভাবনীয় উদ্যোগ প্রসঙ্গে কী বলছেন জাফরি? বলেন– ‘মানুষ হিসাবে আমরা নিজেদেরই গুরুত্ব দিয়ে থাকি। তবে এখন সবকিছু ভুলে গিয়ে মানবিকতার নতুন দিক সম্পর্কে শেখা উচিত।’
একটি মন্তব্য পোস্ট করুন