শ্রীনগর: শ্রীনগরে সন্ত্রাসবাদী হামলায় নিহত দুই পুলিশকর্মী। সিসিটিভি ফুটেজে এই হামলার ঘটনা ধরা পড়েছে। শনিবার ভাগত বারজুলা এলাকার একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন ওই দুই পুলিশ কর্মী। দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কনস্টেবল সোহেল আহমেদ ও মহম্মদ ইউসুফ। স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে। চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। সন্ত্রাসবাদীদের সন্ধানে অভিযান শুরু হয়েছে।
গত তিনদিনের মধ্যে শ্রীনগরে এই নিয়ে তিনবার জঙ্গি হামলার ঘটনা ঘটল। বুধবার শ্রীনগরের
দুর্গানগ এলাকার একটি রেস্তোরাঁয় সন্ত্রাসবাদীরা হামলা চালায়। আহন হন রেস্তোরাঁর মালিকের
ছেলে।
বুধবার জম্মু–কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পরে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের
২৪ সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রশাসিত অঞ্চলের অবস্থা খতিয়ে দেখতে আসেন। এই সফরের কয়েকঘন্টার
পর থেকে ফের জঙ্গি তাণ্ডব শুরু হয়েছে উপত্যকায়।
একটি মন্তব্য পোস্ট করুন