পুবের কলম প্রতিবেদক: কয়লাকাণ্ডে কলকাতা হাইকোর্টের কাছ থেকে তদন্তে সায় পাওয়ার পরেই কোমর বেঁধে তল্লাশিতে নেমে পড়ল সিবিআই। শুক্রবার কলকাতা সহ রাজ্যের ৪ জেলায় তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা।
জানা গিয়েছে, এ দিন সিবিআই এই মামলায় অভিযুক্ত জয়দেব সাহা ও গুরুদেব মাঝির বাড়িতে হানা দেয়। এ দিন কলকাতা ছাড়াও এ দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার ১৩টি জায়গায় তল্লাশি চালায়। এ দিন তল্লাশি চালিয়ে বেশকিছু তথ্য সিবিআইয়ের হাতে আসে। প্রসঙ্গত– হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তদন্তের ক্ষেত্রে সিবিআই বাধা পেলেও ডিভিশন বেঞ্চে তদন্তে অনুমতি পাওয়ার পরেই পুরোদমে তদন্তে নেমে পড়ে।
একটি মন্তব্য পোস্ট করুন