নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান শেষে ঘোষণা হল ভোটের দিনক্ষণ। শুক্রবার বিকেলে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেন। ২৯৪টি আসনে ৮ দফায় ভোট গ্রহণ হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৮ দফায় ভোট গ্রহণ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
প্রায় একমাস ধরেই চলবে এই ভোটগ্রহণ পর্ব। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২৭ মার্চ। মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ এপ্রিল।ভোটের ফল ঘোষণা হবে ২ মে। আজ শুক্রবার থেকেই নির্বাচন বিধি চালু হয়ে গেল।
২৭ মার্চ: প্রথম দফা, ৩০ টি আসনে ভোট। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)।
১ এপ্রিল, দ্বিতীয় দফা: ৩০ টি আসনে ভোট। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর - ২, পূর্ব মেদিনীপুর - ২, দক্ষিণ ২৪ পরগনা - ১)।
৬ এপ্রিল, তৃতীয় দফা : ৩১ টি আসনে ভোট।
১০ এপ্রিল, চতুর্থ দফা: ৪৪ টি আসনে হবে। ভোটগ্রহণ
(হাওড়া -২, হুগলি- ২, দক্ষিণ ২৪ পরগনা - ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)।
১৭ এপ্রিল, পঞ্চম দফা: ৪৫ টি আসনে ভোট। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া - ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)।
২২ এপ্রিল, ষষ্ঠ দফা : ৪৩ টি আসনে ভোট।
(উত্তর ২৪ পরগনা -১, নদিয়া - ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)।
২৬ এপ্রিল, সপ্তম দফা: ৩৬ টি আসনে ভোট। (মালদহ–১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।
২৯ এপ্রিল, অষ্টম দফা: ৩৫ টি আসনে ভোট। (মালদহ-২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)।
একটি মন্তব্য পোস্ট করুন