পুবের কলম প্রতিবেদক: অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সকে তিন বছরের পরিবর্তে দু বছর করার নির্দেশ দিল। এই নির্দেশিকা মেনে আলিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় দু বছরের করার উদ্যোগ নিয়েছে।
এমসিএ কোর্স সম্পর্কে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান– এই কোর্স তিন বছরের ছিল মোট আসন রয়েছে ৩০টি। কেন এই উদ্যোগ এই প্রসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় এক অধ্যাপক জানান, দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছরের এমসিএ কোর্স চালু রয়েছে। তার ভিত্তিতেই তিন বছরের এমসিএ কোর্স চালু করা হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন