পুবের কলম প্রতিবেদক: কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করনের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা করেন উপ হাইকমিশনার তৌফিক হাসান। এরপরই বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র থেকে এই প্রভাতফেরির অনুষ্ঠান শুরু হয়।
এই অনুষ্ঠানে যোগ দেন
কলকাতার কবি সাহিত্যিক– রাজনৈতিক
ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীরা। এ ছাড়াও বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মী– সোনালি ব্যাঙ্কের কর্মী– বাংলাদেশ বিমানের কর্মী সকলেই উপস্থিত হন। সভাপতির বক্তব্যে উপ হাইকমিশনার
তৌফিক হাসান বলেন– আমাদের বাংলাভাষা
চর্চা যেন শুধুমাত্র ২১-এর ফেব্রুয়ারি অনুষ্ঠানে
সীমাবদ্ধ না থাকে। বরং ২১-এর চেতনাকে কাজে লাগিয়ে আমরা যেন সারাবছরই শুদ্ধ বাংলা
চর্চা করতে পারি। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের কেউ সঠিক বাংলাভাষা শিক্ষা দিতে পারি তাহলেই ভাষা শহিদের
প্রতি আমরা যথায়ত সম্মান প্রদর্শন করতে পারব। এ দিন বাংলাদেশ দূতাবাসে ভাষা দিবস
উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি,থাইল্যান্ড সহ অন্যান্য দেশের কনসুলেট প্রতিনিধিরা। এ দিনের
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– রাজ্যের ইউনিসেফর
প্রধান মুহাম্মদ মহিউদ্দিন– রিয়াজুল ইসলাম– মুহাম্মদ বসির উদ্দিন– মোফাখারুল ইকবাল– স্বামীরা ইয়াসমিন
প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন