পুবের কলম প্রতিবেদক: আইনের দৃষ্টিতে সবাই সমান– তবে নেতা-মন্ত্রীর ছেলেমেয়েরা কেন নামিদামি স্কুলে পড়াশোনা করবে– টাকা আছে বলে? যদি এমনটাই হয় তবে সবাই তো সমানভাবে বিকাশের সুযোগ পাবে না। সবাইকে একই রকম ভাবে দেখা উচিত। এরজন্য নেতা-মন্ত্রীর সন্তানকেও পড়তে হবে সরকারি স্কুলে। কলকাতায় এসে এভাবেই ‘কমন স্কুলিং'-এর পক্ষে সওয়াল করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি।
প্রসঙ্গত, তাঁর দল হিন্দুস্থানী আওয়াম মোর্চা (সেকুলার)-এর সাংগঠনিক কাজে শহরে এসেছিলেন জিতন রাম মাঝি। বৃহস্পতিবার তিনি দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন ও বিধানসভা নির্বাচনে তাঁদের ভূমিকা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।
এদিন কলকাতা প্রেস ক্লাবে জিতন রাম মাঝি দাবি করেন– টাকা আছে বলে কেউ নামিদামি প্রতিষ্ঠানে পড়াশোনা করবে তা হতে পারে না। নেতা-মন্ত্রীর ছেলেমেয়েদেরও সরকারি স্কুলে পড়াশোনা করা বাধ্য করা হোক। তাহলেই পঠন-পাঠন ভালো হবে। এদিন তিনি বন-অধিকার আইন– বিচার ব্যবস্থায় সংরক্ষণ ও জাতিগত জনগণনার পক্ষে সওয়াল করেন।
একটি মন্তব্য পোস্ট করুন