কলকাতা: এক সুতোয় জুড়ে গেল কালীঘাট ও দক্ষিণেশ্বর। ভোটের আগেই সোমবার ভার্চুয়ালি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে জুড়ে গেল দুই তীর্থক্ষেত্র। কলকাতার পাশাপাশি সুবিধা হবে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা মানুষের। ফলে কমল পথের দূরত্ব। আড়াইঘন্টার সড়কপথের দূরত্ব মাত্র একঘন্টায় পৌঁছে যাবে মানুষ। মঙ্গলবার থেকে এই সুবিধা উপভোগ করতে পারবে সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, রেল সম্প্রসারণে যে খামতি রয়েছে, তা আগামীদিনে সম্পূর্ণ করার জন্য আমরা দায়বদ্ধ। এখানকার রেল ব্যবস্থাকে উন্নত করতে আমরা বদ্ধপরিকর।
একটি মন্তব্য পোস্ট করুন