পুবের কলম প্রতিবেদক: আজ থেকে কৈখালির হজ টাওয়ারে শুরু হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে ডব্লিউবিসিএসের প্রশিক্ষণ। গত ৭ ফেব্রুয়ারি ২৩টি জেলার ২৪০০ জন আবেদনকারীকে নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এবং ১২ ফেব্রুয়ারি ১১৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়।তার মধ্যে ৫০ জন চূড়ান্ত তালিকায় স্থান পায়। এই সমস্ত ছাত্রছাত্রীদেরই ডব্লিউসিএসের কোচিং দেবে রাজ্য হজ কমিটি। রাজ্য সংখ্যালঘু দফতরের উদ্যোগে রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ শুরু হচ্ছে বলে রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি জানান।
রবিবার তিনি জানান রাজ্যের ৯টি জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলকাতায় ৩টি সেন্টার– মালদা– শিলিগুড়ি– আসানসোল এবং বহরমপুরে ৩টি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনলাইনে ৪৬১৯ জন আবেদন করেছিল। তার মধ্যে ২৪০০ জন পরীক্ষায় বসেছিল। এদের মধ্য থেকেই ৫০ জনকে বেছে নেওয়া হয়েছে বলে মুহাম্মদ নকি জানান। আজ সোমবার এই ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আবাশিক প্রশিক্ষণ শুরু হবে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য সংখ্যালঘু দফতর এবং হজ কমিটি এদের খরচের যাবতীয় অর্থ বহন করবে। মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন কলকাতার ৯ জন– হুগলির ৫ জন– নদিয়ার ৩ জন– মুর্শিদাবাদের ১১– পূর্ব বর্ধমানের ৫– হাওড়ার ৪– বীরভূমে ২– পশ্চিম বর্ধমানের ২– মেদিনীপুরের ৩– উত্তর ২৪ পরগনার ৩– পশ্চিম মেদিনীপুরের ১– কোচবিহার ১– দক্ষিণ ২৪ পরগনার ১ জন করে সুযোগ পেয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন