পুবের কলম প্রতিবেদক: আর দেরি নেই। আগামী সপ্তাহ থেকেই চালু হতে পারে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় আসার কথা আগেই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে– প্রধানমন্ত্রী কলকাতায় এসে এই মেট্রোর উদ্বোধন করবেন। সোমবারও আরও একবার ওই মেট্রো পরিদর্শন করে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেথেন কর্তৃপক্ষরা। মেট্রো কর্তৃপেক্ষর আশা এই মেট্রো চালু হলে চলতি মাসেই কল্পতরু পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা।
প্রসঙ্গত, রেলওয়ে সেফটি বোর্ড কয়েকদিন আগেই দি ক্ষণেশ্বর মেট্রোকে ছাড়পত্র দিয়েছে। জানা গিয়েছে– এখনও বেশকিছু কাজ বাকি রয়েছে এই মেট্রো রুটে। তারপরেও কেন ছাড়পত্র দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও বিশেষজ্ঞদের দাবি– সামনে ভোট তাই এর সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে। মেট্রো সূত্রের খবর– স্টেশনে পুণ্যার্থীরা নিরাপত্তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা থাকবে। যদিও ইউরোপ থেকে বেশকিছু যন্ত্র এখনও এসে না পৌঁছানোর কারণে সেই কাজ শেষ করতে পারেনি মেট্রো। তবে তা এখানে পৌঁছে গেলেই কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে বলে মেট্রোর দাবি।
উল্লেখ্য– প্রধানমন্ত্রী আসার আগে আরও একবার আগামী বৃহস্পতিবার নোয়াপাড়া-দক্ষিনেশ্বর মেট্রো পরিদর্শন করবেন রেল বোর্ডের প্রতিনিধিরা।
একটি মন্তব্য পোস্ট করুন