পুবের কলম প্রতিবেদক: হাওড়া ময়দান থেকে শিয়ালদহের সুরঙ্গ খোঁড়ার কাজ ইতিমধ্যে শেষ। তবে মেট্রোর স্টেশন তৈরির অন্যান্য কাজও চলছে জোর কদমে। সেই চিত্র দেখা মিললো এক্সপ্লানেড স্টেশনে। হাওড়া ময়দান– মহাকরণ- এ একই চিত্র। শিয়ালদহের কাজও প্রায় শেষের দিকে। আগস্ট মাসে শিয়ালদহ স্টেশন পর্যন্ত চালু হবে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন হলে ভারতে এই প্রথম নদীর নিচের টানেল দিয়ে ট্রেন ছুটবে।
কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী জানিয়েছেন– ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা বাড়াতে এবং সল্টলেক' কে সুগম করতে শিয়ালদহ স্টেশন' কে ‘কমিশন' করার লক্ষ্য রয়েছে। আমরা চাইছি– আগস্টের মধ্যেই শিয়ালদহ স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হোক। ধাপে ধাপে অন্যান্য স্টেশনগুলির কাজ সম্পন্ন করে চালু করা হবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন তৈরির কাজে থাকা এক ইঞ্জিনিয়ারের কথায়– স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। তবে দ্রুত গতিতে কাজ চলছে। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজে গতি আনতে এ বছর বরাদ্দও বেড়েছে।
উল্লেখ্য, সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ইস্টওয়েস্ট মেট্রোর অনুমোদন পায়। সেই কাজ চলছে। রেল বাজেটের নথি অনুসারে ইস্ট-ওয়েস্টকে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন