পুবের কলম প্রতিবেদক: পামেলা কাণ্ডে ফের অভিযান শুরু পুলিশের। এবার বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়েই শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে তদন্তকারী আধিকারিকরা। বিজেপি নেত্রীকে পুলিশে হেফাজতে নিয়ে মাদককাণ্ডের মূলে পৌঁছনোর চেষ্টায় কলকাতা পুলিশ। নিউটাউনে একটি শপিংমলে রয়েছে পামেলার পার্লার। রবিবার সেখানে পামেলাকে সঙ্গে নিয়েই তল্লাশি চালিয়েছেন তদন্তকারী দল। মাদক কোথায় মজুত করে রেখেছে দুই অভিযুক্ত জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এ ছাড়া পামেলার কাছ থেকে কারা এই দামি মাদক কিনেছে তাও জানতে ম্যারাথন জেরা করা হচ্ছে অভিযুক্তদের।
এই পার্লার থেকেই মূলত
বেআইনি কারবার চালাতো পামেলা ও প্রবীর বলে প্রাথমিক তদন্তে মনে করছেন নিউ আলিপুর
থানার তদন্তকারী আধিকারিকরা।
তবে পামেলা বারেবারে বলেছে
তাকে ফাঁসানো হচ্ছে। এমনকী নিউ আলিপুর থানার শীর্ষ আধিকারিক তাকে ফিসিয়েছে বলেও
পামেলাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছে। সম্প্রতি বিজেপি-র বিভিন্ন কর্মসূচিতে
সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল বছর ২৩-এর পামেলা গোস্বামীকে।
একটি মন্তব্য পোস্ট করুন