কলকাতা:বড় ষড়যন্ত্র– পরিকল্পিত হামলা। এই হামলার দায় এড়াতে পারে না রেল। বৃহস্পতিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে বোমার আঘাতে জখম চিকিৎসাধীন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে বের হওয়ার সময় এ কথা বলেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বুধবার রাতে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। এর পর মন্ত্রী সহ আরও কয়েক জনকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী জাকির হোসেন সহ গুরুত্বর আহতদের সেখান থেকে এদিন ভোরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী জাকির হোসেনের বামদিকের পায়ের নীচে ভেঙে গিয়েছে– মাংসপিন্ড বেড়িয়ে গেছে। বাম দিকের পায়ের একটি আঙুলের নখ উড়ে গিয়েছে। আর একটি আঙুলে ক্ষত হয়েছে। আগে থেকেই তাঁর হার্টের সমস্যাও রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন