কেরল: সারা রাজ্য জুড়ে পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী অনশনে বসল কেরালা কংগ্রেস। কেন্দ্র ও রাজ্যের বিরু্দ্ধে সোচ্চার হয়ে মঙ্গলবার রাজভবনের সামনে প্রতীকী ভুগ হরতালে বসেন কংগ্রেস কর্মীরা।
কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি মুল্লাপল্লী রামচন্দ্রন জানিয়েছেন, কংগ্রেস
নেতা ওমান চান্ডির নেতৃত্ব আজকের এই অনশনের
ডাক দেওয়া হচ্ছে।
রামাচন্দ্রন জানান, কেন্দ্রের খামখেয়ালিপনায় জ্বালানি দ্রব্যের দাম বেড়েই চলেছে। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কিন্তু কেন্দ্র সরকার পেট্রোল, ডিজেলে কর কমানোর ব্যাপারে কোনও উৎসাহ নেই।
ওমান চান্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের কর ব্যবস্থায় সুরাহা হয়েছিল।কিন্তু
পিনারাই সরকারের সেদিকে কোনও হুঁশ নেই। যেখানে মনমোহন সরকারের আমলেও ১,২৫, ০০০ সাবসিডি
দেওয়া হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন