পুবের কলম প্রতিবেদক: সোমবার বিকালে কলকাতা পুরনিগমের অফিস থেকে আরামবাগ পুরসভার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। এ দিন তিনি যে সব প্রকল্প উদ্বোধন করেন সেগুলি হল- ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ২০ কিমি দীর্ঘ ৫০টি রাস্তা– ২.৬৫ কোটি টাকায় নির্মিত ১টি বৈদ্যুতিক চুল্লী– ৪৩টি বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ সংযোগ– ৮.৭৫ কিমি দীর্ঘ পানীয় জলের পাইপলাইন বসানো– ৩ কিলোমিটার দীর্ঘ ১৩টি কবরস্থান ও ইদগাহের প্রাচীর ও ১৬টি গুচ্ছ শৌচাগার। অন্যদিকে তিনি আরও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন।
এ দিন ফিরহাদ হাকিম ৩০ কিমি দীর্ঘ ১০০টি পাকা রাস্তা– ২ কিমি দীর্ঘ ২২টি পাকা জল নিকাশি ড্রেন– ১.৫ কিমি দীর্ঘ ৩টি ভূগর্ভস্থ জল নিকাশি নালা বা ড্রেন ও ২১টি গুচ্ছ শৌচাগার।
একটি মন্তব্য পোস্ট করুন