নয়াদিল্লি: মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্ব পায় তার গোপনীয়তাই। হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষকে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর নতুন শর্তাবলী সংক্রান্ত পলিসি আনে হোয়াটস্অ্যাপ। গ্রাহকদের বলা হয়– সেই পলিসিতে ‘সম্মতি' না দিলে হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে গ্রাহকদের। অভিযোগ, এই নয়া পলিসিতে গ্রাহকদের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তা নিয়ে মামলা হয়। সেই মামলা প্রসঙ্গে সোমবার এমনটাই জানায় শীর্ষ আদালত।
এদিন, দেশের সর্বোচ্চ আদালত কার্যত স্পষ্ট করে দিয়েছে, মানুষের গোপনীয়তা লঙ্ঘনে কোনও রকম আশংকা তৈরি হলেই তাতে হস্তক্ষেপ তারা। এই প্রসঙ্গে হোয়াটস্অ্যাপ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এস বোবদে বলেন, ‘আপনাদের ট্রিলিয়ন (লক্ষ-কোটির) ডলারের সংস্থা হতে পারে। কিন্তু– মানুষের কাছে গোপনীয়তাই প্রধান্য পায়। মানুষের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমাদের। আমাদের তা রক্ষা করতেই হবে।' গ্রাহকদের গোপনীয়তা রক্ষার প্রশ্নে এভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করে হোয়াটস্অ্যাপকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট।
একটি মন্তব্য পোস্ট করুন