ওয়াশিংটন: ক্যাপিটল হিল বা মার্কিন সংসদে হামলায় অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইমপিচমেন্ট মামলা থেকে রেহাই পেয়েছেন। উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটির পর ট্রাম্পকে বেকসুর খালাস করা হয়েছে। তবে হাল ছাড়তে নারাজ ডেমোক্র্যাটরা। যেভাবেই হোক ট্রাম্পকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাইছেন প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি।
সোমবার তিনি জানান, মার্কিন কংগ্রেস একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে যার মাধ্যমে ক্যাপিটল হিলে ৬ জানুয়ারির হামলার ঘটনার কারণ ও তথ্য খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই এ বিষয়টি জানিয়ে কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছেন পেলোসি। জানিয়েছেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়াশিংটন ও নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর যে ধরনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল ঠিক সেরমকই কিছু তৈরি হবে। তবে এই কমিশন গঠনের জন্য আইনি আধিকারিকদের সমর্থন লাগবে।
ক্যাপিটল হিলে হামলা রুখতে পুলিশ ও সরকারের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে ৯/১১ স্টাইলে দ্বি-দলীয় কমিশন গঠনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান সাংসদরা আহ্বান জানিয়েছেন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন– ‘৯/১১ স্টাইলে একটি কমিশন তৈরি করে তদন্ত চালানো হবে। সেদিন যা হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে।' স্বাধীন তদন্ত কমিশন গঠনে সম্মতি দিলেও ট্রাম্প ঘনিষ্ঠ গ্রাহাম সিনেটে ট্রাম্পকে ইমপিচ করার বিপক্ষে ভোট দিয়েছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন