পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবাংলার মানুষকে পরে বোঝাবেন আগে গুজরাতরে ওপর নজর দিন। গুজরাত তো অন্ধকারের সেরা নির্দশন।
শুক্রবার এক সাংবাদিক সম্মলেনে এভাবেই
বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিজেপির উদ্দেশে
ব্রাত্য বসুর পরার্মশ নরন্দ্র মোদিকে বাংলায়
নয়, নিজের রাজ্যের (গুজরাত) প্রতি নজর দিতে বলুন।
এদিন তৃণমূলের সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, অন্ধকারের সেরা নির্দশন গুজরাত। গুজরাতে শিক্ষকদের অবস্থা করুণ, অনেক শিক্ষক পেনশন পান না। গুজরাত বাজেটের মাত্র ২ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করে। মহিলাদের কথা বলেন, কিন্তু মহিলাদের সংরক্ষণ বিল আনেন না। মন্ত্রী আরও বলেন, গুজরাতে শিশু মৃত্যুর হার অনকে উঁচুতে। ৯৪ শতাংশ শ্রমিক পান সর্বনিম্ন ভাতা। গুজরাত হাইর্কোট পাঁচবার রাজ্য সরকারকে সর্তক করছে। আদিবাদী-মৎস্যজীবীদরে দিকেও তাকাতে বলেছে আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন