কলকাতা, ৩ ফেব্রুয়ারি: ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুললেও এখনই খুলছে না রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ কথা জানান পুরুলিয়ার সিধু-কানহো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর। আপাতত মার্চ পর্যন্ত বন্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি।
কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও পড়তে আসেন ভিনরাজ্যের পড়ুয়ারা। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে হস্টেলও খোলা হচ্ছে না আপাতত। ক্লাস চলবে অনলাইনেই। এমনকী সেমিস্টারও নেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এমনই প্রস্তাব রেখেছেন উপাচার্যরা। তাতে রাজি শিক্ষাদফতর।
তবে উপাচার্যদের সিদ্ধান্তের জেরে খুব একটা খুশি নন পড়ুয়ারা। বিশেষত প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কলেজ না খুললে বেশ সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা তাঁদের।
একটি মন্তব্য পোস্ট করুন