কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ২৮ ফেব্রুয়ারি বাম কংগ্রেসের যৌথ ব্রিগেড সমাবেশ। উপস্থিত থাকবেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। যদিও যৌথ ব্রিগেডে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির না থাকার সম্ভাবনাই প্রবল।
যে কোনও ব্রিগেড সমাবেশে অন্তত এক থেকে দেড় সপ্তাহ আগে বক্তা তালিকা প্রকাশ করে আলিমুদ্দিন স্ট্রিট। ব্যতিক্রম চলতি বছর। বামেদের তরফে বক্তা হিসেবে থাকছেন সীতারাম ইয়েচুরি, মুহাম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র প্রমুখরা। কিন্তু গান্ধি পরিবার থেকে ব্রিগেডে কে থাকছেন? প্রদেশ কংগ্রেসের তরফে আলিমুদ্দিন স্ট্রিট কে বলা হয়েছে, তারা কমরেড হাই কমান্ডের সঙ্গে কথা বলছেন। রাহুল গান্ধীকে বক্তা আছে আগেই চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কিন্তু এআইসিসি এখনো রাহুল বা প্রিয়াঙ্কার আস নিয়ে কোনও ইঙ্গিত দেয় নি। দলের তরফে নাম পাঠানো হয়েছে ভূপেশ বাঘেলের।
রবিবারের ব্রিগেড সমাবেশে থাকছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার জন্যই উপস্থিত থাকতে পারছেন না সমাবেশে। কয়েক মাস আগে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। ২০১৯ সালে অবশ্য লোকসভা নির্বাচনের আগে বামেরা যে ব্রিগেড করেছিল, সেখানে ভাষণ না দিলেও এবং মঞ্চে না উঠলেও অল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন অসুস্থ বুদ্ধদেব।
একটি মন্তব্য পোস্ট করুন