নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বেআইনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছেন৷ তবে তাদের সংখ্যা জানে না কেন্দ্রের বিজেপি সরকার৷ বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্র৷ দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ ১২টি রাজ্যে তাদের বসবাসের তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ এদিন রাজ্যসভায় শিবসেনা সাংসদ অনিল দেশাই দেশে অবৈধ অনুপ্রবেশকারী সম্পর্কে লিখিতভাবে জানতে চান। এ পর্যন্ত মায়ানমার থেকে পালিয়ে আসা কতজন রোহিঙ্গা এ দেশে প্রবেশ করেছে? সেই সংক্রান্ত কোন কোন তথ্য বিজেপি সরকারের কাছে আছে? কেন সীমান্তরক্ষা বাহিনী এই অনুপ্রবেশ রুখতে পারছে না? কতদিন রোহিঙ্গাদের এ দেশে থাকতে দেবে কেন্দ্র? এসব প্রশ্ন তোলেন তিনি৷ এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাই জানিয়েছেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। কারণ তারা কোনও বৈধ নথিপত্র ছাড়াই এ দেশে প্রবেশ করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন