কলকাতা, ২ ফেব্রুয়ারি: প্রায়
১ বছর পর ফের স্কুল খোলার ভাবনা রাজ্যের। কোভিড প্রোটোকল মেনেই ১২ ফেব্রুয়ারি থেকে
স্কুল খোলার ভাবনা শিক্ষামন্ত্রীর। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর
ভাবনা।শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়।স্কুল খুললে হবে সব ক্লাস। পড়ুয়াদের স্কুলে আসতে
গেলে লাগবে অভিভাবকদের অনুমতি। তবে ছোটোদের ক্লাস এখনই নয়।
ফের স্কুল খোলার ভাবনা রাজ্য
সরকারের। কোভিড বিধি মেনেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার ভাবনা
রয়েছে বলে মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।পাশাপাশি তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি বুধবার বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সেখানে আলোচনা হবে। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পার্থ।
গত ডিসেম্বর থেকেই
শিক্ষামন্ত্রী একাধিকবার স্কুল খোলার বিষয়ে রাজ্য যে ভাবনা চিন্তা করছে, তা জানিয়েছে।
জানুয়ারি মাসেও স্কুল খোলার বিষয়টি যে 'খেয়াল আছে', তা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার অবশেষে দিনক্ষণ ঘোষণা করলেন তিনি।
করোনা-কালে গত বছরের মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দেয়, অভিভাবকদের অনুমতিক্রমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবে। কিন্তু সেই সময় রাজ্য সরকার ওই সিদ্ধান্তে সায় দেয়নি। পার্থ জানিয়ে দিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে এ রাজ্যে স্কুল-কলেজ খোলা হবে না। তার পর ৩০ সেপ্টেম্বর থেকে সেই মেয়াদ বাড়ে ৩০ নভেম্বর পর্যন্ত।
একটি মন্তব্য পোস্ট করুন