কলকাতা: হেয়ার স্ট্রিট থানার এএসআই থানার অমিত ভাওয়ালকে গান স্যালুট দেওয়া হবে। লালবাজারে এই প্রক্রিয়া চলছে। এসএসকেএম থেকে তাঁর দেহ লালবাজারের পথে। মৃত এএসআই অমিত দাস বাগুইআটির বাসিন্দা ছিলেন।
অমিত দাস–ই প্রথম স্ট্যান্ড রোডের রেল দফতরের ভবনে আগুন লাগার খবর পান। তারপর
সেখানে পুলিশ ও দমকল বাহিনীকে নিয়ে ছুটে যান তিনি।
সোমবার স্ট্যান্ড রোডের রেল দফতরের ভবনে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। মৃতদের ৪ দমকলকর্মীর মধ্যে রয়েছেন গিরিশ দে (৪০)। তিনি বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা ছিলেন।গৌরব দে (৩৫)। গরফায় থাকতেন। অনিরুদ্ধ জানা (২৯)। ধাপা রোডের বাসিন্দা। বিমান পুরকায়েত (২৪) পঞ্চাননতলার বাসিন্দা ছিলেন। রেলকর্মীদের মধ্যে ছিলেন পার্থসারথী মণ্ডল, শ্রবণ মণ্ডল, সুদীপ সাহা ্ওহেয়ার স্ট্রিট থানার এএসআই অমিতকুমার ভাওয়াল, আরপিএফ সঞ্জয় সাহানি।
একটি মন্তব্য পোস্ট করুন