পুবের কলম, মুম্বই: ভারতে ফের করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। যার সিংহভাগই হচ্ছে মহারাষ্ট্রে। এবার কোভিডে আক্রান্ত হলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর। কিছু দিন আগেই তিনি বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছেন তিনি। শনিবার মাস্টার ব্লাস্টার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। এরপরেই তাঁর সুস্থতা কামনা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বার্তা পাঠাচ্ছেন।
এপ্রিল মাসের ২৪ তারিখে ৪৮ বছরের পা দিতে চলেছেন মাস্টার ব্লাস্টার। দেশের হয়ে তাঁর অভিষেক হয়েছিল ১৯৮৯ সালে।
আর্ন্তজাতিক ক্রিকেটে
শত শতরানের মালিক ২০১৩ সালে আর্ন্তজাতীক ক্রিকেট থেকে অবসর নেন ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন শচীন।
একটি মন্তব্য পোস্ট করুন