পুবের কলম, নয়াদিল্লি: ১০০ দিন পার হয়ে গেছে দিল্লি সীমান্তের কৃষক আন্দোলনের। কেন্দ্রের তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারাদেশেই তাঁদের আন্দোলন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। গত ২৬ জানুয়ারি ঐতিহাসিক ট্র্যাক্টর Rally'র সাক্ষী থেকেছে বিশ্ব। এবার ২৬ মার্চ ভারত বন্ধ ডাকল কৃষকদের ইউনিয়ন। ওইদিন আন্দোলনের ৪ মাস পূর্তি হবে। তাই সেই দিনটিতেই ভারত বন্ধ ডেকেছে তারা। কৃষক নেতা বুটা সিং বলেন, আমরা ২৬ মার্চ সারা ভারত বন্ধ ডেকেছি। এই বন্ধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করা হবে। তার আগে ১৫ মার্চ ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে কৃষকরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
১৯ মার্চ চাষিরা ‘মান্ডি বাঁচাও, ক্ষেতি বাঁচাও’দিবস পালন করবে বলে তিনি জানান। ২৮ মার্চ হোলিকা দহনের দিন নয়া কৃষি আইনের কপি পোড়ানো হবে বলে কৃষকনেতারা জানিয়েছেন। কয়েক হাজার কৃষক দিল্লি সীমান্তের সিঙ্ঘু, টিকরি, গাজিপুরে প্রায় ৪ মাস ধরে ধরনা আন্দোলনে বসেছেন কৃষি আইনের বিরুদ্ধে। কৃষক-বিরোধী ও কর্পোরেট স্বার্থরক্ষাকারী এই তিন আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা সেখানে জমায়েত হয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন