নয়াদিল্লি: বলিউডে আয়কর হানা। বুধবার দুপুরের দিকে একাধিক তারকার বাড়িতে তল্লাশি অভিযান চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। এর মধ্যে রয়েছেন 'শাবানা', 'পিঙ্ক' খ্যাত অভিনেত্রী তাপসী পান্নু, অভিনেতা ও চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, পরিচালক বিকাশ বহেল ও প্রযোজক মধু মন্টেনা।
এদিন আয়কর দফতরের পক্ষ থেকে ২২টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের
ওপর ভিত্তি করে তল্লাশি চালানো হচ্ছে।
সম্প্রতি, তাপসী পান্নু থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে
সোচ্চার হয়ে মোদি সরকারের বিরাগভাজন হন। কৃষক আন্দোলন থেকে সিএএ– নিয়ে বিভিন্ন বিষয়ে টুইটে একাধিকবার
সুর চড়াতে দেখা যায় তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপকে।
একটি মন্তব্য পোস্ট করুন