পুবের কলম, গুয়াহাটি:
অসমে বিধানসভা নির্বাচনের আবহে ‘অনুপ্রবেশকারী' তাড়িয়ে দেওয়ার হুঙ্কার বিজেপির অন্যতম অস্ত্র। বাংলাতে এসেও ২ কোটি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে খেদানো হবে বলে বিজেপি নেতারা হুমকি দিয়েছেন। বুধবার অসমের বিজনিতে ঐতিহ্যবাহী জাপি মাথায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিলেন, অসমকে অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হতে দেবে না বিজেপি। কংগ্রেসের জোটসঙ্গী বদরুদ্দিন আজমলের নাম নিয়েই বিজেপি নেতা বলেন, কান খোল কর শুনল আজমল– আসাম কো ঘুসপেটিয়া কে আড্ডা ফির সে নাহি বাননে দেঙে। কংগ্রেস অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। বিজেপি যদি আরও পাঁচ বছর সময় পায় তবে রাজ্যে অবৈধ ভাবে একটি পাখিও ঢুকতে দেবে না, প্রতিশ্রুতির ঢঙে জানান অমিত শাহ। পাখি আকাশ দিয়ে উড়ে আসে। পরিযায়ী পাখিদেরও পছন্দের আস্তানা অসম। এখন বাংলাদেশ থেকে পাখি আসা কীভাবে বন্ধ করবেন অমিত শাহ, তা নিয়ে কৌতূহল দেখা গেছে জনতার মধ্যে।
একটি মন্তব্য পোস্ট করুন