পুবের কলম,নয়াদিল্লি: অতীতে বেশ কয়েকবার প্রকাশ্যেই নিজেকে মমতা দিদির ‘ভাইয়া' বলে উল্লেখ করেছেন তিনি। বাংলার বিধানসভা নির্বাচনের আগে সেই দিদির পাশে দাঁড়াতে এবার এক পায়ে খাড়া আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের অন্যান্য নেতারা। এই মুহূর্তে তাঁরা অপেক্ষা করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোনের। তাঁর আমন্ত্রণ পেলেই বাংলার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করতে দিল্লি থেকে ১৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় পৌঁছে যাবেন অরবিন্দ কেজরিওয়ালরা।
একটি মন্তব্য পোস্ট করুন