আসিফ রেজা আনসারী: কবীর সুমন বারবরই অকপট। হাজার বিতর্ক থাকলেও নিজের অবস্থান জানাতে দ্বিধা করেন না। তৃণমূলের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদও হয়েছিলেন তিনি। তবে চিট-ফান্ড নিয়ে প্রকাশ্যে গান বেঁধে জানিয়েছিলেন প্রতিবাদ। কিন্তু তাঁর দাবি, ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন মুখ। তাই তিনি মমতার পক্ষেই আছেন এবং থাকবেনও। ব্রিগেড ময়দানে দলের সভায় যোগ দিয়েই ঘোষণা করেছিলেন কবীর সুমন। গেয়েছিলেন গানও। রাজ্যে ২০২১-এর ভোট-যুদ্ধ শুরু হতেই ফের আসরে ‘নাগরিক কবিয়াল’। এবার মমতার জন্য গান বাঁধলেন তিনি।
বুধবার নিজের লেখা গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কবীর সুমন লিখেছেন– বাংলা ও মমতার জন্য আমার গান। সুর করে নিয়েছি। রেকর্ড করার কথা আসছে শনিবার। গানের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেছেন কবীর সুমন। মমতার সমর্থনে লেখা গানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সবুজ সাথী’ বা ‘স্বাস্থ্যসাথী’র কথা যেমন তুলে ধরা হয়েছে– তেমনি বিজেপির বিরোধিতাও করা হয়েছে। তিনি এক জায়গায় লিখেছেন– ‘বর্গীর হানা রুখতে মমতা তোমাকেই দরকার’। এভাবেই মমতার জয়গান লিখেছেন এক সময়ের সাংসদ বর্তমানের ‘খেয়াল’ সাধক কবীর সুমন।
গানের লাইনে কবীর সুমন লিখেছেন- ‘বাংলা থাকুক বাংলায়/ বাংলা থাকুক মমতায়/ বাংলার চাই বাংলার মেয়ে– সহানুভূতিতে ক্ষমতায়। মমতাকে চায় কাছে/ সব্বাই চায় সবার জীবনে দিদির জায়গা আছে। মমতা থাকেন পাশে/ কাজে আর অবকাশে/ গ্রামের সকলে সাইকেল চেপে/ স্কুলে যায় আর আসে। গ্রামের মেয়েরা সাইকেল চেপে/ স্কুলে যায় আর আসে......।’
একটি মন্তব্য পোস্ট করুন