পুবের কলম, শ্রীনগর: জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক অজুহাতে তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সোমবার একটি টুইট করে কেন্দ্রের বিজেপি সরকারকে এ নিয়ে আক্রমণ করেন মেহবুবা। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রায় ১ বছর বন্দি ছিলেন তিনি। বর্তমানে তাঁর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা নিয়ে তদন্ত চলছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সিবিআই–ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে তিনি আগেই অভিযোগ করেছিলেন। তিনি এদিন জানান, ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে পাসপোর্ট অফিস তাঁর পাসপোর্ট ইস্যু করেনি। এ ক্ষেত্রে তারা সিআইডি রিপোর্টের উদ্ধৃতি দিয়েছে।
২০১৯-এর ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে সেখানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে থাকে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারেও হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলি স্বতঃস্ফূর্ত ভাবে কোনও কর্মসূচিতে অংশ নিতে পারেনি। এরপরও কেন্দ্র বারবার দাবি করেছে, সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক'। এই বিষয়টিকে কটাক্ষ করে মেহবুবা বলেছেন– ২০১৯-এর আগস্টের পর থেকে কাশ্মীর এই ‘স্বাভাবিকতা’ অর্জন করেছে যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাসপোর্ট দিলে তা দেশের সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়াবে।
একটি মন্তব্য পোস্ট করুন