কলকাতা: শিলিগুড়ির পর আজ কলকাতার রাজপথ। জ্বালানি দ্রব্য মূল্যের বৃদ্ধিতে ফের কেন্দ্র সরকারকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার নারী দিবসকে সামনে রেখে কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদিকে। মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্য সরকার বিনা পয়সায় চাল দেয়। প্রধানমন্ত্রী আপনি বিনা পয়সায় গ্যাস দিন'।
মমতা বলেন, বাংলায় এসে মিথ্যা কথা বলে যান নরেন্দ্র মোদি ও অমিত শাহ। বাংলার মেয়েদের সুরক্ষা নিয়ে কথা বলেন। কিন্তু এখানকার মেয়েরা রাতে ও দিনে সুরক্ষিত। মোদির রাজ্যে গুজরাটের মেয়েরা সুরক্ষিত নয়। ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও যোগী রাজ্য।'
এদিন একঝাঁক তারকাদের পাশে নিয়ে মমতা বলেন, 'করোনা, আমফানের
সময় রাস্তায় নেমে কাজ করেছি, তখন কোথায় ছিলেন? তখন আপনি বাড়ি থেকে বের হতেন না, শুধুই
ভার্চুয়াল বৈঠক সেরেছেন। টাকা দিয়ে সব কাজ হয়
না'।
জোর গলায় তূণমুল সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রী এখানে এসে বললেন, 'ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করবেন
বললেন। বাংলার ঘরে ঘরে ডাক্তার।'
রবিবার নারী দিবসকে দিন থেকে্ই নির্বাচনী প্রচার শুরু করলেন তূণমুল সুপ্রিমো।
একটি মন্তব্য পোস্ট করুন