পুবের কলম প্রতিবেদক: থ্যালাসেমিয়া রোগীদের জন্য সম্প্রীতির রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেটিয়াবুরুজে। বুধবার ‘কোয়েস্ট ফর লাইফ’ ও ‘মোহাম্মদী মিশন কলকাতা ট্রাস্ট’-এর যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে প্রায় দেড়শো জন রক্তদান করেন। এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেখ সাবির আলি, সাকিউল রহমান, নাইম মোল্লা, অনুপম দাস, আহশান উল্লাহ, শাহজাদা, কামরুল ইসলাম প্রমুখ।
এক প্রশ্নের জবাবে অনুপম দাস বলেন, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের জোগান দিতেই ফেসবুকের মাধ্যমেই সকলের এক হওয়া। বিগত প্রায় চার বছর ধরেই তাঁরা ‘কোয়েস্ট ফর লাইফ’-এর ব্যানারে রক্তদান শিবির করছেন। কখনও মন্দির তো কখনও বা মাদ্রাসা কমিটি, নানান ভাবেই তাঁরা মানুষের কাছে যান এবং রক্তদানে উদ্বুদ্ধ করেন। এদিন আঞ্জুমান মাদ্রাসায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। হিন্দু-মুসলিম, মহিলা ও পুরুষ মিলিয়ে ব্যাপক সাড়া ছিল স্থানীয়দের। তিনি আরও জানান, জরুরি ভিত্তিতে কারও রক্তের দরকার হলে তাঁরা রক্তের বন্দোবস্ত করে থাকেন।
অন্যদিকে– কামরুল ইসলাম নিজে শারীরিক প্রতিবন্ধী হয়েও রক্তদান শিবিরে যোগ দেন। তাঁর কথায়, সামাজিক দায়বদ্ধতা পালন করতেই কষ্ট হলেও এসেছি। এদিনের রক্তদান শিবিরে পবিত্র কুরআনের একটি আয়াতও ব্যবহার করে প্রচার করা হয়েছিল। যাতে লেখা রয়েছে- ‘যে ব্যক্তি কারও জীবন রক্ষা করল– সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করল। এ প্রসঙ্গে আয়োজকরা বলেন– রক্তদান করা নেকির কাজ। মেটিয়াবুরুজের মানুষ অন্যদের সুখে-দুঃখে পাশে থাকতে জানে। আমাদের এলাকা নিয়ে অপপ্রচার হয়। কিন্তু যেভাবে প্রায় দেড়শো জন রক্তদান করেছেন– তা অন্য কথা বলে। আগামী দিনে আরও বড় ক্যাম্প করার কথাও বলেন তাঁরা।
একটি মন্তব্য পোস্ট করুন