পশ্চিম মেদিনীপুর (শালবনি): শালবনিতে কোবরা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত যুগল, প্রেমের সম্পর্ক থেকেই আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান। রবিবার রাতে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত্যু হয়েছে এক মহিলা ও এক পুরুষের। দুজনেই প্রশিক্ষণরত জাওয়ান ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এরা দুজনেই আগে থেকেই বিবাহিত হলেও প্রশিক্ষণ ক্যাম্পে এদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। তা থেকেই একে অপরকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম রাবারি সেজালবেন (২৭), গুজরাটের বাসিন্দা। অপরজন রাজীব কুমার (৩৬) উত্তর প্রদেশের বাসিন্দা। আগে থেকেই বিবাহিত এই দুজন। মহিলার স্বামী রয়েছে গুজরাটে। রাজীবেরও স্ত্রী বাড়িতে রয়েছেন। তার পরেও ক্যাম্পে থাকা অবস্থাতে একে অপরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতী রবিবার রাতে নাইট ডিউটিতে থাকার কথা। কিন্তু দীর্ঘক্ষণ ধরে ডিউটিতে আসছে না দেখে কোয়াটারে খুঁজতে যান অন্যান্য কর্মীরা। খোঁজ করলে দেখা যায় ওই যুবক ও যুবতী দুজনে অস্ত্রাগারের পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে পাশাপাশি। ইতিমধ্যেই ক্যাম্পে দুজনের প্রেমের বিষয়টি অনেকের জানা ছিল। ফলে প্রেমের পরিণতি দিতে গিয়েই এই আত্মঘাতী হওয়ার ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করেছে। রবিবার রাত দুটো নাগাদ এই আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
রাতেই তাদের দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় কোবরা ক্যাম্পের কোনও আধিকারিক কথা বলতে চায়নি সাংবাদিকদের সঙ্গে।
একটি মন্তব্য পোস্ট করুন