পুবের কলম, নয়াদিল্লি: করোনার প্রতিষেধক টিকা কোভিশিল্ড প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ বা ২৮ দিন পর এখন দ্বিতীয় ডোজ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখে প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় আরও বাড়াতে বলল। অর্থাৎ এখন প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর নয়, ৪২ থেকে ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে। নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে– প্রথম ডোজ দেওয়ার পর শরীরে ৪২ থেকে ৫৬ দিন পর্যন্ত খুব ভালো অ্যান্টিবডি তৈরি হচ্ছে।
অর্থাৎ সোজা কথায় কোভিশিল্ডের সুরক্ষা বর্ম আরও বেশিদিন কার্যকরী হচ্ছে শরীরে। তারপর আবার দ্বিতীয় ডোজ নিলে দীর্ঘদিন করোনার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হবে শরীর। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি অন ইমিউনিজাইশেন গ্রুপের গবেষকরা এই সুপারিশ করেছেন। তবে দ্বিতীয় ডোজটি ৪২ থেকে ৫৬ দিনের মধ্যেই নিতে হবে, তার পরে নিলে হবে না। আর এই নতুন নির্দেশিকা শুধুমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, কোভ্যাক্সিনের ক্ষেত্রে নয়।
একটি মন্তব্য পোস্ট করুন