পুবের কলম প্রতিবেদক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবলের। ওই মৃত মহিলা কনস্টেবলের নাম মমতা বসাক। (৩০) পার্ক সার্কাস এলাকায় কড়েয়া থানায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টা নাগাদ বিধান সরণী ও গালিব স্ট্রিটের ক্রসিং-এই দুর্ঘটনা ঘটে। স্কুটার নিয়ে দুই মহিলা পুলিশকর্মী যাচ্ছিলেন। স্কুটারের পেঠনের আসনে বসে ছিলেন মমতা বসাক।
দুজনে আচমকা পড়ে যান, আর সেই সময় পেছন থেকে আসা টাটা ৪০৭ গাড়ি তার উপর দিয়ে চলে যায়। মমতা বসাক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্কুটারের চালক অপর মহিলা পুলিশকর্মীর হাতে ও পায়ে আঘাত লাগে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। ঘাতক ৪০৭ গাড়িটিকে আটক করেছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন