কলকাতা: কলকাতার বহুতলের পূর্ব রেল দফতরে আগুন লাগার ঘটনা ঘটল। সোমবার স্ট্যান্ড রোডের ওই বহুতল আবাসনের ১৩ তলায় পূর্ব রেল দফতরে আগুন লাগে। সন্ধ্যা ৬টা নাগাদ এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি ইঞ্জিন।আরও ইঞ্জিন আসতে পারে বলে খবর। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছে। ্ইতিমধ্যে্ই সে্ই ১৩ তলা থেকে ১২ তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আশেপাশের ্এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।
আগুন নেভাতে আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার। কিভাবে এই আগুন লাগল সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন নেভাতে ব্যস্ত দমকলের কর্মীরা। বহুতলের ভিতরে কে্উ আটকে নেই বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। স্ট্যান্ড রোডের দিকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্ট্যান্ড রোড সংগল্ন এলাকার যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাবুঘাট–হা্ওড়া যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন