পুবের কলম প্রতিবেদন: কিছুদিন আগে নন্দীগ্রামে জনসমাবেশে মু্যূমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নন্দীগ্রাম থেকেই বিধানসভা ভোটে লড়বেন। এরপর স্থানীয় মানুষদের মধ্যে তুমুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ‘এবার নন্দীগ্রাম থেকেই হবেন মু্খ্যমন্ত্রী। সেই জল্পনা বোধহয় সত্যি হতে চলেছে। যতটুকু খবর পাওয়া যাচ্ছে– তাতে ইঙ্গিত মিলেছে নন্দীগ্রাম থেকেই ভোটে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনও শোনা যাচ্ছে– আসন্ন শিবরাত্রির দিন ১১ মার্চ মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন মু্খ্যমন্ত্রী।
প্রার্থী ঘোষণার আগেই ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। নন্দীগ্রাম ১ ও ২ ব্লক নিয়ে যেহেতু বিধানসভা কেন্দ্র তাই দুটি ব্লকেই খোলা হচ্ছে বড়সড় দুটি নির্বাচনী কার্যালয়। যদিও দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও একাধিকবার সফর করে এসেছেন নন্দীগ্রাম। সূত্রে খবর– ১১ মার্চ বৃহস্পতিবার শিবরাত্রির দিন বেলা ১২টার পর শুভ সময় দেখে মনোনয়ন পেশ করতে পারেন মু্খ্যমন্ত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন