পুবের কলম, দামেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর মর্টার শেল হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন চিকিৎসাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সিরীয় সেনাবাহিনীর একটি আউটপোস্ট থেকে ছোড়া মর্টার শেল এসে আতারেব শহরের হাসপাতালে আঘাত করে। বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে একটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তাক্ত রোগীদের বাইরে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি কোনও সংবাদমাধ্যমই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত সাতজনের মধ্যে এক নারী ও এক শিশুও রয়েছে।এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রবিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দামেস্ক সমর্থিত বাহিনীর গোলা হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। হাসপাতালটিতে ওই এলাকার প্রায় ১ লাখ মানুষ সেবা নিতেন। রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যকার সমঝোতার আওতায় সিরিয়ায় যে কয়েকটি অঞ্চলকে যুদ্ধমুক্ত ঘোষণা করা হয়েছিল তার মধ্যে আতারেবও আছে।
একটি মন্তব্য পোস্ট করুন