পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’র প্রতিনিধি দলের পরিদর্শন করেছে। তাদের কাছে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরিচালনার অনুমোদনের আবেদন সহ আরও কয়েকটি বিষযে অনুমোদনের জন্য আবেদন করেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেই অনুমোদন এলেই পরবর্তী সেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এমনটাই জানাচ্ছে কলেজ সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে সহকারি অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণের নেওয়া হয় স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট। আর এই পরীক্ষা পরিচালনা করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। এ পর্যন্ত ২২টি পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। প্রতি বছর অগাস্ট বা সেপ্টেম্বর মাসে নতুন করে সেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। কিন্তু ২০২০ সালে তা হয়নি। জানা গিয়েছে, এর জন্য প্রতি তিন বছর বছর অন্তর ইউজিসি’র কাছে অনুমোদন নিতে হয়। এদিকে ২০১৭ সালে পাওয়া অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই অনুমোদন চেয়েছে কলেজ সার্ভিস কমিশন।
একটি মন্তব্য পোস্ট করুন