পুবের কলম, মুম্বই: মাত্র দিনকয়েক আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেছিলেন– সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করা হবে না। যেগুলি করা হবে, সেখানে গ্রাহক এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত থাকবে। এই বিষয়ে অহেতুক ভয় করার কোনও কারণ নেই। অথচ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বললেন, দেশে এক স্বাস্থ্যকর ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্য তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছেন। তিনি এ দিন বলেন, এমন ব্যাঙ্ক দরকার যার মূলধন থাকবে অনেক।
এই কারণেই কেন্দ্রীয় সরকার পুরো ব্যাঙ্ক শিল্পের আধুনিকীকরণ চাইছে।এখন বেশিরভাগ ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ এত বেশি যে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। করোনা অতিমারিতে এর পরিমাণ আরও বেড়েছে। শক্তিকান্ত আরও বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক আগামী বছরে দেশের জিডিপি ১০.৫ শতাংশ হারে বাড়বে বলে যে পূর্বাভাস দিয়েছে, তা যথাযথ। তার অন্যথা হবে না বলেই তাঁর বিশ্বাস। রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক বিকাশ অব্যাহত রেখে এবং জিনিসপত্রের দাম যাতে না বাড়ে– তা লক্ষ্য রেখে এবং আর্থিক স্থিরতা বজায় রেখে এগোতে সবরকম নীতি খতিয়ে দেখবে।
একটি মন্তব্য পোস্ট করুন